দেশে করোনায় মৃত্যুর রেকর্ড।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন।যা একদিনে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ।
এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৫২১ জন।মৃত্যুর হার ১.৬৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৩১৬টি। যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। ২৪ ঘণ্টার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।মোট শনাক্ত ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন। সুস্থতার হার ৮৫.৬০ শতাংশ।
করোনায় আক্রান্ত ২৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন। মৃত ব্যক্তিদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন এবং বাড়িতে ২৬ জন মারা যান। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় ১ জনকে।
তথ্যসূত্র -স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজরুম বিডি২৪