গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের তদারকি অভিযান।
আজ ২৬ জুলাই, গোপালগঞ্জের বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালিত হয়।
বাণিজ্য মণ্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতা বলে ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ সদরের মিয়াপাড়া ও পাচুড়িয়া বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ
২০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া পবিত্র ঈদুল আজহার পশুর চামড়া উপর বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশের সদস্যবৃন্দ এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু এ সময় উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান নিউজরুম বিডি২৪ এর প্রতিনিধি কে বলেন, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজরুম বিডি২৪।