ফেরিঘাটে ধাক্কাধাক্কি করে যাত্রী পড়েগেল পানিতে।
আজ সকালে ভোলার ইলিশা ফেরিঘাটে জড়ো হওয়া রাজধানীগামী যাত্রীদের ধাওয়া ও লাঠিচার্জ করে ফিরিয়ে দিয়েছে পুলিশ ও র্যাব।
ধাওয়া খেয়ে তিনজন পড়ে যান পানিতে। পরে সাঁতরে তারা তীরে ওঠেন।
ইলিশা ফেরিঘাটে গিয়ে দেখা যায়,শাটডাউন ও বৈরী আবহাওয়ার মধ্যে এই ঘাটে সকাল থেকেই রাজধানীগামী যাত্রিদের ভীর বাড়তে থাকে। যে যেভাবে পারছে, ফেরিতে উঠছেন। পাঁচশরও বেশি যাত্রী সকালে ফেরির অপেক্ষায় ছিলেন।
এ সময় একটি ফেরি তীরে ভিড়লে তাতে হুড়মুড়িয়ে উঠতে থাকেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপুলিশ, কোস্টগার্ড ও র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে। তাতেও কাজ না হওয়া এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জও করে।
এ সময় নদীতে পরে যান তিনজন। তীরে ওঠার পর তাদের একজন মিজানুর বলেন, ‘আমি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করি। অফিস থেকে ঈদের ছুটি নিয়ে বাড়ি আসছি। আজকের মধ্যে ঢাকা না পৌঁছাতে না পারলে আমার চাকরিটা থাকবে না।
‘জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়া জন্য রওনা দিয়েছিলাম। র্যাবের ধাওয়া ও যাত্রীদের চাপে নদীতে পরে যাই। এতে আমার প্রয়োজনীয় সব কাগজপত্র ভিজে যায়।
নিউজরুম বিডি২৪।