উপহার হিসেবে আসছে, মোবাইল ভেন্টিলেটর। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১

উপহার হিসেবে আসছে, মোবাইল ভেন্টিলেটর।

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
জুলাই ২৪, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

উপহার হিসেবে আসছে, মোবাইল ভেন্টিলেটর।

 

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক।

আজ শনিবার (২৪ জুলাই) রাতে এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ নিউজরুম বিডি২৪ কে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছাবে ।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এবং এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণে করবেন বলে জানান।

তিনি বলেন যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ডাক্তাররা স্বপ্রণোদিত হয়ে দেশের মানুষের কথা চিন্তা করে এই উপহার পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাসান, ডা. হাফিজ হাসান, ডা. মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডাপ্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো উপহার হিসেবে পাঠাচ্ছে বলে জানা গেছে।

 

নিউজরুম বিডি২৪।