লকডাউনের প্রথম দিনে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে র্যাব পরিচালিত ভ্রাম্যমান আাদালত।
করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলাকালে বিনা কারণে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লকডাউনের প্রথমদিন দেশজুড়ে সর্বমোট ৯৫ জনকে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৩ জুলাই) দেশজুড়ে র্যাবের ১২টি ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান “নিউজরুম বিডি২৪ ” কে জানায়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধের ১ ম দিনে সারাদেশব্যাপী র্যাব এর ১২ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এছারা র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
এদিন বিধি-নিষেধ বাস্তবায়নে সারাদেশব্যাপী র্যাবের ১৬৮টি টহল ও ১৫৮টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
অপ্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
বিধি-নিষেধ অমান্য করায় সারাদেশে পরিচালিত ১২টি ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৯৫ জনকে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে বিনামূল্যে এক হাজারের বেশি মাস্ক বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করে র্যাব।
নিউজরুম বিডি২৪।