মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ আহত অর্ধশতাধিক। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১

মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ আহত অর্ধশতাধিক।

লিটন পাঠান, সিলেট প্রতিনিধি
জুলাই ২৪, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

 

  • মাইকে ঘোষণা দিয়ে বিয়ানীবাজারে দুই গ্রামের সংঘর্ষ অর্ধশতাধিক আহত।

 

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ও টিকরপাড়া এলাকাবাসীর মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে পুলিশ’সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান-তিনদিন আগে এক সিএনজি চালককে মারধরের ঘটনার জের ধরে শনিবার (২৪-জুলাই) দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘটনা প্রচার করা হয়।  দুই গ্রামের মধ্যে গত তিনদিন ধরে উত্তেজনা দেখা যায়। শুক্রবার রাতে এনিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল।

 

খবর পেয়ে বিয়ানীবাজার চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

পরে বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষষদর্শীরা জানিয়েছেন- সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।  পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিয়ানীবাজার থানা পুলিশ’সহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

 

  • নিউজরুম বিডি২৪ 

 

 

   
%d bloggers like this: