দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৯৫ জন।
সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। আজ শাটডাউনের দ্বিতীয় দিন। ২৪ ঘন্টায় মৃত ১৯৫ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজর ৪৬ জন। মোট মৃতের সংখ্যা বিবেচনায় মৃত্যুর হার ১.৬৫ শতাংশ।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮২৭ জনের। যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন।২৪ ঘন্টার বিবেচনায় শনাক্তের হার ৩২.৫৫ শতাংশ।
এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে সারাদেশে ১৯৫ জনের মৃত্যু। যার মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৬৮ জন, খুলনায় ৪১ জন এবং চট্টগ্রামে ৩৬ জনের মৃত্যু।
২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। নতুন সুস্থ হওয়া ৯ হাজার ৭২৩ জনসহ মোট সুস্থ সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। সুস্থতার হার ৮৫.৬৯ শতাংশ।
তথ্যসূত্র স্বাস্থ্য অধিদপ্তর
বিশ্বের করোনায় মোট আক্রান্ত ১৯ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ১৭২ জন।এখন পর্যন্ত মোট মৃত্যু ৪১ লাখ ৬২ হাজার ৮৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৭ কোটি ৬২ লাখ ৩২ হাজার ৩০৮ জন।
নিউজরুম বিডি২৪