মতলবে মোবাইল কোর্ট এর অভিযান, ১৪ মামলায় অর্থদন্ড। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ২৩ জুলাই ২০২১

মতলবে মোবাইল কোর্ট এর অভিযান, ১৪ মামলায় অর্থদন্ড।

চয়ন ঘোষ, (চাঁদপুর প্রতিনিধি)
জুলাই ২৩, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

মতলব দক্ষিণে করোনা প্রতিরোধে মোবাইল কোটের অভিযান, ১৪ মামলায় অর্থদণ্ড।

দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ায় সমগ্র দেশের ন্যায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের উদ্যোগে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষে মোবাইল কোটের আওতায় ১৪টি মামলায় ৪হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ ২৩শে জুলাই রোজ শুক্রবার স্থানীয় এলাকার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

 

 

আদালত সূত্রে জানা যায়,
মতলব পৌর এলাকা ও নারায়নপুর বাজারসহ বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি না মানা, বাজারে বিভিন্ন দোকানে আড্ডা দেওয়া সহ বিভিন্ন অপরাধে মোবাইল কোট পরিচালনা করা হয়।

স্বাস্থ্যবিধি প্রতিপালনে সরকারি নির্দেশ অমান্যকরণের অপরাধে মোট ১৪টি মামলায় ৪হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সচেতন করা হয়।

এসময় অভিযানে অংশ নেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর টহল টীম ও মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

 

 

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বলেন, করোনার অতিমারি প্রতিরোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে সচেতন করা হয়। এখনও যারা সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করেছেন তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোট পরিচালনা অব্যাহত থাকবে।

 

নিউজরুম বিডি২৪। 

 

 

   
%d bloggers like this: