ঈদের আগের দিন রান্না ঘরে মিলল শিশুর ঝুলন্ত লাশ। – Newsroom bd24.
ঢাকাবুধবার , ২১ জুলাই ২০২১

  ঈদের আগের দিন রান্না ঘরে মিলল শিশুর ঝুলন্ত লাশ।

লিটন পাঠান ( সিলেট প্রতিনিধি )।
জুলাই ২১, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

মাধবপুরে ঈদের আগের দিন রান্না ঘরে মিলল শিশুর ঝুলন্ত লাশ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাই খলা গ্রাম থেকে নাঈম নামে তৃতীয় শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদের আগের দিন মঙ্গলবার ( ২০-জুলাই) রাতে নিজ রান্না ঘরের এক কোণে তার লাশ ঝুলন্ত দেখতে পায় স্বজনরা ।

নাঈম ওই গ্রামের ছালেক মিয়ার ছেলে। শিশুটি বাঘাসুরা ফাতেমা মুন কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। নিহতের পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।

খবর পেয়ে রাতেই, মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ,ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাধবপুর থানার ওসি বলেন, রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না তবে একটি শিশু কী করে ফাঁস দিল সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: