ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ১৩ টি রাজ্য – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২০ জুলাই ২০২১

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ১৩ টি রাজ্য

তাসকিয়া তাবাস্সুম ( ডেস্ক নিউজ)
জুলাই ২০, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

 

  • ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র।

 

  • যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে প্রায় তিন লাখ একর জমিতে। রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আশেপাশের মানুষকে নিরাপদ স্থানে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

এই পর্যন্ত কমপক্ষে ১৬০ টি বাড়ি আগুনে পুড়ে গেছে। আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। আগুন নিভাতে প্রায় দুই হাজারেরও বেশি ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিয়োজিত আছেন।

 

গত ৬ জুলাই প্রথম দাবানলের শুরু হয় এরপর আগুন বাড়তে বাড়তে প্রায় ৩ লাখ একর জমিতে ছড়িয়ে পড়েছে আয়তনে যা প্রায় লস অ্যাঞ্জেলস শহরের চেয়েও বড়।

যুক্তরাষ্ট্রের ১৩ টি রাজ্যে ৮০ টিরও বেশি দাবানল চলছে। এরমধ্যে ওরেগন রাজ্যের অবস্থা সবচেয়ে ভয়াবহ।
যুক্তরাষ্ট্রের তাপমাত্রা অনেক বেশি হওয়ায় অতিরিক্ত গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
এছাড়াও কিছু কিছু অঞ্চলে বাতাসের গতি অত্যন্ত বেশি যার ফলে দাবানল বেড়েই চলেছে।

উদ্ধার কাজ পরিচালনায় অপারেশন্স সেকশনের প্রধান জন ফ্লানিগান সংবাদমাধ্যমকে বলেছেন, “আবহাওয়া সত্যিই আমাদের বিপক্ষে। কিছু জায়গা শুষ্ক, কিছু জায়গায় বইছে প্রবল বাতাস। যার ফলে দাবানলের মাত্রা বেড়েই চলেছে। তবে এখন পর্যন্ত দাবানলের এক-চতুর্থাংশ আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ইতিমধ্যে আশেপাশের রাজ্যের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

 

 

    • নিউজরুম বিডি ২৪

 

 

 

   
%d bloggers like this: