ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট । – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২০ জুলাই ২০২১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ।

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
জুলাই ২০, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

 

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ।

 

গতকাল ছিল ঈদের ছুটির শেষ কর্মদিবস। তাই সকালেই অনেক অফিসের কর্মকর্তা কর্মচারীদের তড়িঘড়ি করে বের হতে দেখা গেছে।

রাস্তা গুলোতেও সকাল থেকেই স্বাভাবিক জ্যাম পরিলক্ষিত হয়। দুপুর গড়াতে গড়াতে এই জ্যাম ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঢাকা থেকে বেরোনোর প্রত্যেকটি সড়ক স্থবির হয়ে পড়ে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকালেও দেখা যায় যমুনা ব্রিজের থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত  জ্যামে আটকে আছে সারি সারি গাড়ি ।

গাবতলী সাভার রোড ও আব্দুল্লাহপুর একই জ্যাম দেখা যায়। গাড়িচালকদের মতে রাতে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে গাড়ির স্বাভাবিক গতি প্রবাহ ব্যাহত হওয়ার কারণেই এই জ্যাম দীর্ঘায়িত হয়েছে।

এদিকে প্রচন্ড জ্যামে এবং গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু এবং নারীরা। অনেকেই সংশয় প্রকাশ করছে, ঈদের আগে তারা বাড়িতে পৌঁছাতে পারবে কিনা?

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: