কাবুলে ঈদের জামাতে প্রেসিডেন্ট প্যালেসে রকেট হামলা। – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২০ জুলাই ২০২১

কাবুলে ঈদের জামাতে প্রেসিডেন্ট প্যালেসে রকেট হামলা।

তাসকিয়া তাবাস্সুম ( ডেস্ক নিউজ)
জুলাই ২০, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদুল আজহার  জামাতে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে রকেট হামলা।

 

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের জামাতে রকেট হামলার ঘটনা ঘটে।

ঈদের  নামাজের অনুষ্ঠানটি প্রেসিডেন্ট প্যালেস থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। প্রেসিডেন্ট আশরাফ ঘানিও এই জামাতে অংশ নিয়েছিলেন।

নামাজ চলাকালীন সময়ে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে রকেট হামলার ঘটনাটি ঘটে। হামলায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে আকস্মিক এই হামলায় দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিস্ফোরণের পর প্রেসিডেন্ট ঘানি সংবাদ সম্মেলনে জানান, শান্তি স্থাপনের প্রতি তালেবানদের কোনো আগ্রহ নেই। কাতারে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচনায় খুব বেশি অগ্রগতি আসেনি।

তিনি রকেট হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

 

নিউজরুম বিডি ২৪

 

   
%d bloggers like this: