সরদার আহমেদ রায়হানের কবিতা
পাঁজরে স্বপ্ন
গলুই ফুটো হয়ে ডুবে আছে
পুরোনো নৌকা ঘন জলে ,
ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে
মাছরাঙা পাখিটি মরা বইন্নার ডালে।
এভাবেই সন্ধ্যা নেমে আসে এই জলে
জোনাকির আলো ধরে খুঁজে নেয়
মশা তার পথ ঐ লণ্ঠন ঘরে,
এখান থেকেই আগুন কুসুম বুক
স্বপ্ন দ্যাখে ছেঁড়া মশারির তলে,
কাল ভোর হলে খুলে যাবে উন্মাদ স্বপ্ন ,
এইতো রোজকার নামচা
মধ্যবিত্ত আমাদের ঘর,
অশ্রুসিক্ত চোখ নোনা জল
বয়ে চলে কপোলের ঘাঁ ছুঁয়ে ।
আর এখানে আজকাল ;
মানবতার কোলাহল গেছে বেড়ে
এই একবিংশ শতাব্দীর গোড়াতে
তবুও জলাশয়ে জল নেই তৃষ্ণা মেটাতে ,
আমার মতো অনাথ ঘন্ধ শুকে
এই ঘূর্ণিপাকে তোমাদের পায়ের কাছে ,
তোমাদের মানবতা কথা বলে মাইকে
কাগজে জনসুমুদ্র ,সেমিনারে।
হে দেশ তুমি কি আমার মতোই অনাথ ?
তোমার ডেরায় উঁচু আর ভিখারির বসবাস ,
পাঁজর ভেঙে স্বপ্নরা পড়ে থাকে
ফুটো নৌকার মতো এই বিষ জলে।
আর তাদের স্বপ্নের হৃদপিন্ড গুলি
নিস্তেজ পড়ে আছে ঘাসে,
উঁচু আর নিচুর দুটি ভাগ
মাঝখানে পাঁজর ভেঙে
আমার স্বপ্ন গুলো ভেসে যায়
আড়িয়াল খাঁর জলে।
- নিউজরুম বিডি২৪