দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৩১ জনের মৃত্যু।
করোনায় একদিনে মৃত্যুর তালিকায় এটি সর্বোচ্চ।
এনিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২৫ জন।মৃত্যুর হার ১.৬২ শতাংশ।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ১২ টি। যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন।
২৪ ঘন্টার হিসেবে শনাক্তের হার ২৯.৫৯ শতাংশ।
এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।
২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন।
নতুন সুস্থ হওয়া ৯ হাজার ৩৩৫ জনসহ মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।সুস্হতার হার ৮৪.২৫ শতাংশ।
সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৫৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪৩ জন।
তথ্যসূত্র স্বাস্থ্য অধিদপ্তর
- নিউজরুম বিডি ২৪