অভিনেতা মোশারফ করিম সহ চারজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা। – Newsroom bd24.
ঢাকাসোমবার , ১৯ জুলাই ২০২১

অভিনেতা মোশারফ করিম সহ চারজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা।

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)
জুলাই ১৯, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

অভিনেতা মোশারফ করিম সহ চারজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা।

গতকাল রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।

মোশারফ করিম অভিনিত ‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন-অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান। এছাড়া বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে নাটক সম্প্রচার এর জন্য দায়ী করা হয়।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি নিউজরুম বিডি২৪. কে বলেন, পেশাগত কারনে আমি মামলাটি করেছি। ‘হাই প্রেসার-২’ নাটকে আমাদের পেশাকে কটাক্ষ করা হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করি। আমাদের উপস্থাপিত প্রমাণাদির সত্যতা যাচাই করে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি গ্রহণ করেন।’

মামলাটি তদন্ত করে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

 

  • নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: