- সিলেট বিভাগে আগের সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩ জনের প্রাণ। করোনায় মৃত্যুবরণকারী ১২ জন সিলেট জেলার বাসিন্দা এবং অন্যজন মৌলভী বাজার জেলার।
এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় কেড়ে নিল মোট ৫৭০ জনের প্রাণ। এ ছাড়া শনাক্তের দিক দিয়েও আগের সকল রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (১৮ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৩৫ জন।
এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৬১৫, সুনামগঞ্জে ৩ হাজার ৬৫৪, হবিগঞ্জে ৩ হাজার ৭৬৪ এবং মৌলভী বাজারে ৪ হাজার ৩০২ জন।
এদিকে বিভাগের চার জেলায় করোনায় মারা যাওয়া মোট ৫৭০ জনের মধ্যে সিলেট জেলায় ৪৫৮ জন , সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারে ৪৩ জন।
- নিউজরুম বিডি ২৪