মর্ডানার ৩৫ লাখ টিকার একটি বড় চালান আসছে সোমবার। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১

মর্ডানার ৩৫ লাখ টিকার একটি বড় চালান আসছে সোমবার।

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
জুলাই ১৭, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

মর্ডানার ৩৫ লাখ টিকার একটি বড় চালান দেশে পৌঁছাবে আগামী সোমবার।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের অন্যান্য দেশের সাথে কোভিড-১৯ টিকা ভাগাভাগি করার যে প্রতিশ্রুতি দেন তারই অংশ হিসেবে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। কোভাক্সের আওতায় মর্ডানার তৈরি এই ৩৫ লাখ টিকার বড় চালানটি আগামী সোমবার পৌঁছাবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার, ১৬ ই জুলাই এই তথ্য নিশ্চিত করে। তিনি জানান যুক্তরাষ্ট্র কোভাক্সের আওতায় মর্ডানার তৈরি টিকা বাংলাদেশ এবং ইউক্রেনকে দিচ্ছে।

এরই মাঝে ২০ লাখ ডোজ টিকা ইউক্রেনে পাঠানো হয়েছে। নিরাপদ ও কার্যকরী টিকা নিশ্চিত করতে উভয়দেশের বৈজ্ঞানীক এবং নীতিনির্ধারকগণ কাজ করছে।

ইতোমধ্যে গত ২ জুলাই রাতে দুই দফায় মর্ডানার টিকার ২৫ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছায়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত মিলার জানান, এই টিকা বাংলাদেশের জনগণের জন্য যুক্তরাষ্ট্রের উপহার।সোমবার পৌঁছাবে আরো ৩৫ লাখ টিকা।

 

  • নিউজরুম বিডি ২৪।