ফ্রি অ্যাকাউন্ট গ্রুপ কলিংয়ে সময় সীমিত করে আনতে যাচ্ছে গুগল মিট।
গুগল মিট এ্যপস্ এ এতদিন ১০০ জন ব্যবহারকারী একসঙ্গে যতক্ষণ ইচ্ছা গ্রুপ মিটিং করতে পারতেন। এখন সময়ে লাগাম টেনে ধরতে যাচ্ছে গুগোল। সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত করা যাবে মিটং।
গুগল মিট ব্যবহারকারীদের সাপোর্ট পেজের আপডেট থেকে জানা যায়, ব্যবহারকারীদের মিটিং চলাকালে ৫৫ মিনিটের সময় একটি সতর্ক বার্তা দেওয়া হবে এবং ৬০ মিনিটের সময় কলটি অটো ডিসকানেক্ট হয়ে যাবে।
তবে ওয়ান-টু-ওয়ান কলে এখনও একটানা ২৪ ঘণ্টা কথা বলা যাবে, দু’জনের বেশি হলেই তা এক ঘণ্টায় সীমিত হয়ে যাবে বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য।
তবে গুগল ওয়ার্কস্পেসের একজন একক সাবস্ক্রাইবার ২৪ ঘণ্টা পর্যন্ত একক অথবা গ্রুপ কলের হোস্ট হতে পারবেন।
উল্লেখ্য , গুগল ওয়ার্কস্পেসের মধ্যে জি-মেইল, চ্যাট, ক্যালেন্ডার, ড্রাইভ, ডকস, শিটস ও মিটসহ অন্যান্য অ্যাপ মিলিয়ে বর্তমানে ৩০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে।
তথ্যসূত্রঃ টেক জায়ান্ট গুগল ।
নিউজরুম বিডি২৪।