ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কি.মি. দীর্ঘ যানজট। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ১৬ জুলাই ২০২১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কি.মি. দীর্ঘ যানজট।

মামুন উর রশীদ(নিজস্ব প্রতিবেদক)
জুলাই ১৬, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

 

  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কি.মি. দীর্ঘ যানজট।

 

গতকাল বৃহস্পতিবার থেকে চলমান কঠোর লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হয়। এরই মাঝে মহাসড়কে দেখা দিয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। দীর্ঘ পথ জুড়ে থেমে থেমে চলছে গাড়ি।লকডাউন শিথিল হওয়ায় বৃহস্পতিবার থেকেই ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহন লক্ষ্য করা যায়।

 

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কালিহাতীর উপজেলা পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তা জুড়ে যানজট সৃষ্টি হয়। পুরো রাস্তা জুড়ে ধীর গতিতে চলছে গাড়ি। যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে কাঁচামাল সরবরাহকারী এবং গরু বহনকারী গাড়ি গুলো।

পৌলি, এলেঙ্গা, জোকারচর, আলিয়া বাড়ি এলাকায় দেখা যায় এই চিত্র।

উত্তরবঙ্গগামী লেনে পরিবহনের চাপ কিছুটা কম থাকলেও ঢাকাগামী লেনে পরিবহন চলছে অত্যন্ত ধীরগতিতে।

সিরাজগঞ্জের নলকা ব্রিজ ও পশ্চিমপাড় অংশে মহাসড়কের কাজ চলমান থাকায় সেখানকার গাড়ির চাপ টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি করেছে যানজট।

লকডাউন শিথিল হওয়ায় মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ গাড়ি চলাচল করছে।

 

তবে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা সফল করতে তারা সর্বদা সচেষ্ট রয়েছেন।

 

  • নিউজ রুম বিডি ২৪