ইতিহাসের কালো দিন আজ। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ১৬ জুলাই ২০২১

ইতিহাসের কালো দিন আজ।

মোঃ ইমদাদুল হক। (ডেস্ক ঢাকা)
জুলাই ১৬, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

  • ইতিহাসের কালো দিন আজ।

২০০৭ সালের ১৬ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে গ্রেফতার করে কার্যত গণতন্ত্র কে অবরুদ্ধ করে।

গণতন্ত্রের অব্যাহত ধারায় বাধা সৃষ্টির নীলনকশা হিসেবেই, ২০০৭ সালে আজকের এই দিনে কারাগারে পাঠানো হয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রেখেছিলো ১১ মাস। পরবর্তিতে দেশের ভেতর ও বাইরের চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলো তখনকার অগণতান্ত্রিক শক্তি।

 

এই দিন তিনি যে নির্দেশ দিয়েছিলেন ।

প্রিয় দেশবাসী,

আমার সালাম নিবেন। আমাকে সরকার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি।

জীবনে কোন অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উপরে আল্লাহ রাব্বুল আলামীন ও আপনারা দেশবাসী আপনাদের উপর আমার ভরসা।

আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুক্ষে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই।

আমি আছি আপনাদের সাথে আমৃত্যু থাকব। আমার ভাগ্যে যা-ই ঘটুক না কেন আপনারা বাংলার জনগনের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগনের হবেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুখী মানুষের মুখে হাসি ফোটাবই।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

-শেখ হাসিনা।

 

  • নিউজরুম  বিডি২৪। 

 

   
%d bloggers like this: