বুধবার (১৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়,
নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালসমূহে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত সাক্ষ্যগ্রহণ ব্যতিত অন্যসব কাজ শারীরিক উপস্থিতিতে চলবে।
এতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে সাক্ষ্যগ্রহণ ব্যতীত সব ধরনের শুনানি, মামলা দায়ের, সাকসেশন ও অভিভাবক নির্ধারণ বিষয়ে মামলা এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আত্মসমর্পণের শুনানি শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতেই চলবে নিম্ন আদালত কার্যক্রম।
নিউজরুম বিডি ২৪