করোনা ভাইরাস সংক্রমণ রোধে আরোপিত বিধি-নিষেধ বুধবার ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ শে জুলাই সকাল ছয়টা পর্যন্ত শিথিলকরার কথা থাকলেও এ সময় সর্বাবস্থায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।
কোন প্রকার বিনোদন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ চিঠির মাধ্যমে একটি নির্দেশনা প্রদান করেছেন।
চিঠিতে বলা হয়, এ সময় পর্যটনকেন্দ্র, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্র, রিসোর্ট ও জনসমাবেশ হয় এ ধরনের কোনো সামাজিক অনুষ্ঠান যেমন, বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।
- নিউজরুম বিডি ২৪.