নিম্নআয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণা – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ১৩ জুলাই ২০২১

নিম্নআয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণা

নিউজরুম বিডি২৪
জুলাই ১৩, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিম্নআয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণা

 

  • দেশের চলমান করোনা পরিস্থিতি এবং লকডাউন এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নআয়ের মানুষ। নিম্ন আয়ের জনগোষ্ঠীর সহায়তার জন্য ৩ হাজার ৩০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের প্রত্যেকে পাবে নগদ আড়াই হাজার টাকা করে। প্রত্যেকের কাছে সহযোগিতার সুফল যাতে পৌঁছায় তা নিশ্চিত করতে তদারকি জোরদারের আহ্বান অর্থনীতিবিদদের।

 

 

করোনাকালে গোটা বিশ্ব অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নআয়ের মানুষ। বেকার হয়েছেন অনেকে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গুলো বলছে করোনার প্রভাবে দেশে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন করে ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণোদনা প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার পরিবহণ শ্রমিক, সাড়ে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রায় দেড় হাজার নৌ-পরিবহন শ্রমিককে জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আর এই জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫০ কোটি টাকা।

শহর এলাকার নিম্নআয়ের জনসাধারণের সহায়তায় ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ ১৫০কোটি টাকা।

খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ ১০০ কোটি টাকা।

এছাড়াও পর্যটন খাতের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ৪ শতাংশ সুদে ঋণ নিতে বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা।

নতুন প্রণোদনা প্যাকেজে গ্রামীণ এলাকায় কর্মসৃজন কার্যক্রমে অর্থায়নের ঋণ সহায়তা দিতে বরাদ্দ দেওয়া হয়েছে দেড় হাজার কোটি টাকা।

 

 

নিউজরুম বিডি ২৪

   
%d bloggers like this: