- করোনা সুরক্ষায় আজ সকাল থেকে দেশজুড়ে আবারও গণটিকা দান কার্যক্রম শুরু হয়েছে। ৩৫ বছর বয়সের বেশিরা পাচ্ছেন এই টিকা। দেশের জেলা-উপজেলায় দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্ম এর টিকা।
আগামীকাল মঙ্গলবার থেকে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার টিকা।
সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে টিকা নিতে পেরে টিকা গ্রহণকারীরা সকলেই খুশি। টিকা নেওয়ার পর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছেনা বলে জানিয়েছেন অনেকেই।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শামসুল হক গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন, সিনোর্ফামের টিকাগুলো আগেই জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়। আর গতকাল মর্ডানার টিকাও দেশের সিটি কর্পোরেশন এলাকা গুলোতে পৌঁছেছে।
প্রেসব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার এম ডি রোবেদ আমিন জানান, যারা করোনা টিকার প্রথম ডোজ হিসেবে যেই টিকা দিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ হিসেবে, সেই টিকাই দিতে হবে।অন্য কোন মিশ্র ডোজের টিকা দেওয়া হবে না।
করোনার প্রকোপ ঠেকাতে আবারো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজরুম বিডি ২৪