সুসময় তুমি ফিরে আসো _কবি কাজী সালাউদ্দিন – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১

সুসময় তুমি ফিরে আসো _কবি কাজী সালাউদ্দিন

নিউজরুম বিডি২৪
জুলাই ৯, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সুসময় তুমি ফিরে আসো

৷৷  কবি কাজী সালাউদ্দিন।।

গভীর তমসা কালো অন্ধকারে, ডুবে থাকে দিন
কোন সুসংবাদ নেই –স্বপ্নচারণার ক্ষেত্র
নির্বাসিত আজ
সুসময় তুমি ফিরে আসো।

শিরায় রক্তের বান থেমে গেছে সেই কবে থেকে
একে একে পেলব মাধুর্য সব নষ্ট হয়ে গেছে
ধূসর বাগানজুড়ে হাহাকার
সৌন্দর্যের কোনো চিহ্ন নেই।

সুসময় তুমি ফিরে আসো।

ঘুনে খাওয়া পেন্ডুলাম –ব্যর্থ সময়ের দিনলিপি
পরিত্যক্ত পড়ে আছে
পকেট এ বিবর্ণ মেঘ, থরে থরে দুঃখ ভিড় করে
শুনি অশনি সংকেত

মাথার উপরে ছাদ সিঁড়ি ধসে পড়ে
হামাগুড়ি খায় মূল্যবোধ
সুসময় তুমি ফিরে আসো।

 

পান্ডুলিপি 

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: