ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলায় পুলিশের বিশেষ দল থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলায় পুলিশের বিশেষ দল থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়।

মামুন অর রশিদ (নিজস্ব প্রতিবেদক)
জুলাই ৯, ২০২১ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলায় পুলিশের বিশেষ দল থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়।

কোপা আমেরিকার ফাইনালে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বীর দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে এই দুই দলের সমর্থক এই বেশি। যাদের অনেকেই চায়ের দোকানে বসে একে অপরের সাথে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়।

ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের চিত্র খবরের উঠে এসেছে।

বাংলাদেশ সময় ১১ জুলাই ভোর ৬টায় হতে যাচ্ছে এই দুই দলের ফাইনাল ম্যাচ।

ফাইনাল ম্যাচ কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে মোতয়ন করা হচ্ছে ১১৬ টি বিট পুলিশ। এছাড়া ওই রাতে আরও ৪০ টি বিশেষ টহল দল মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন এর দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

সকালে  কথা কাটাকাটির জের ধরে বিকালে ব্রাজিল সমর্থকের চাচা নবাব মিয়ার মাথা ফাটায় আর্জেন্টাইন সমর্থক রা। পরবর্তীতে ওই ঘটনার জের ধরে রাতে পাল্টা হামলায় আর্জেন্টাইন সমর্থক জাকির, সেলিম ও সৈয়দ আবু আহত হন।  ঘটনার জেরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: