নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনে পুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১

নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনে পুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু।

রহমান রুবেল (নারায়নগঞ্জ প্রতিনিধি)
জুলাই ৯, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনে পুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কারখানায় কর্মরত ওয়ার্কার দের স্বজনরা জানান, সারারাত অপেক্ষা করেছি, এখনো করছি জীবিত না পেলেও যেন মরদেহ পাই। এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই।

এদিকে, অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল আজ ভোরের দিকে আবারো বেড়ে যায় আগুন। আমরা কাজ করছি। লাশের সংখ্যা জানানো হবে পরে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন।
সাত তলা ভবনে থাকা কারখানাটির নিচ তলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

এ সময় কালো ধোয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকরা ছোটাছুটি করতে শুরু করে। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। আবার কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়তে শুরু করেন।

আব্দুল আল আরেফিন আরো বলেন, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পুরোটাই পুড়ে গেছে। কোথা থেকে এই আগুনের সূত্রপাত নিশ্চিত নয়, ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। এখনো জ্বলছে আগুন।

এদিকে, কারখানার ওর্য়ারকাররা উত্তেজিত হয়ে বেশ  কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করে।
এতে করে পুলিশের ও করখানার ওয়ার্রকার দের সাথে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

 

নিউজরুম বিডি২৪।

 

   
%d bloggers like this: