দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২১২।
দেশে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন এবং বিধিনিষেধের ৯ ম দিন আজ।বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২১২ জন।যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৫৮৬ টি। আক্রান্ত শনাক্ত ১১ হাজার ৩২৪ জন।
শনাক্তের হার ৩০.৯৫ %
এনিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ১৬ হাজার ৪ জন, মৃত্যুর হার ১.৬০%, মোট আক্রান্ত ১০ লাখ ৫৪৩ জন। নতুন সুস্থ হওয়া ৬ হাজার ৩৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।সুস্থতার হার ৮৬.১৯%।
সারাদেশে করোনার আরো ভয়াবহ চিত্র। গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু যা এখন পর্যন্ত এ বিভাগের সর্বোচ্চ। এই নিয়ে খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ১ হাজার ৪৯০ জনের। নতুন আক্রান্ত শনাক্ত ১ হাজার ৫৫৬ জন এবং নতুন সুস্থ হয়েছেন ৫৪৩ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১ হাজার ২৫জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জনের করোনা শনাক্ত। মারা গেছেন ৬ জন।
এছাড়াও ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন এবং রাজশাহীতে ২৩ জনের মৃত্যু।
তথ্যসূত্র : স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজরুম বিডি ২৪.