ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত।

মামুন অর রশিদ (নিজস্ব প্রতিবেদক)
জুলাই ৯, ২০২১ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত।

 

৮ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের নোটিশে এই ঘোষণা জানানো হয়। নোটিশে বলা হয়, দেশে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি বিস্তারের কারণে, ১০ জুলাই’ ২০২১ হতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ক, খ, গ,ঘ এবং চ ইউনিটের শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড এর কার্যক্রম স্থগিত করা হলো।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন,  দেশে করোনার সংক্রমণ এবং মৃত্যু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের অনলাইন প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রমটি আপাতত স্থগিত করা হলো। এ বিষয়ে শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনা অনলাইন নোটিশ এর মাধ্যমে জানানো হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, চলমান পরিস্থিতির বিবেচনায় প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রমটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা নির্দেশনা দেন তিনি।

 

নিউজরুম বিডি২৪. 

 

   
%d bloggers like this: