বিধি নিষেধ উপেক্ষা করে মানুষের ভিড় বাড়ছে ।
আজ লকডাউন এর অষ্টম দিন। করোনা মহামারীর লাগাম টেনে ধরতে আজ থেকে ৭ দিন আগে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে সাধারণের চলাচলে।
কিন্তু অন্য সব দিনের তুলনায় আজ ঢাকার রাস্তায় সাধারণের চলাচল একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। যেমন ঢাকার মিরপুর ১০, আসাদগেট, শাহবাগ, পল্টন, মৎস্য ভবন, কাওড়ান বাজার এবং বিভিন্ন মোড়ে রাস্তায় গাড়ি ও রিক্সার উপস্থিতি চোখে পড়ার মতো।
ট্রাফিক সার্জেন্ট মিজানুর রহমান জানান, আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি মানুষ যাতে বাইরে বের না হয়। তদুপরি মানুষ তার প্রয়োজনে এবং বিভিন্ন অজুহাতে বাইরে বের হয়।
প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করছে। তদুপরি কিছু মানুষ শখের বশে বাইরে বের হয়।
আমরা আহবান করছি আপনারা অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবেন না বাসায় থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথেই থাকুন।
নিউজ রুম বিডি২৪.