দেশে করোনা সংক্রমনের ভয়াবহ চিত্র। ২৪ ঘণ্টায় প্রাণহানি ১৯৯ জন।
করোনা সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। লকডাউন এর অষ্টম দিন আজ। এর মাঝেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন। নতুন আক্রান্ত ১১ হাজার ৬৫১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০ টি। আক্রান্তের হার ৩১.৬২%
২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু, এর মধ্যে শুধু ঢাকা জেলায় মারা গেছেন ২৮ জন, খুলনা বিভাগে ৫৫ জন ও চট্টগ্রাম বিভাগে ৩৭ জন।
দেশের করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ১৫ হাজার ৭৯২ জন।মোট আক্রান্ত শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।নতুন ৫ হাজার ৮৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।
সার্বিক বিবেচনায় মৃত্যু হার ১.৬০%, সুস্থতার হার ৮৬.৫৭%, শনাক্তের হার ৩১.৬২%
তথ্যসূত্র, স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজরুম বিডি২৪।