২৪ টি ক্যাটাগরিতে করোনার ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু। নূন্যতম বয়স সীমা ৩৫ । – Newsroom bd24.
ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১

২৪ টি ক্যাটাগরিতে করোনার ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু। নূন্যতম বয়স সীমা ৩৫ ।

ফয়সল আহম্মদ। (নিজস্ব প্রতিবেদক)
জুলাই ৭, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

২৪ টি ক্যাটাগরিতে করোনার ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু। নূন্যতম বয়স সীমা ৩৫ ।

ভ্যাকসিন সংকটের কারণে মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া টিকা নিবন্ধন কার্যক্রম আবার শুরু হলো। টিকা দেওয়ার বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ৩৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা সুরক্ষা অ্যাপস অথবা সুরক্ষা ওয়েবসাইটে  www.surokkha.gov.bd  তে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।

 

 

এর আগে ৪০ ঊর্ধ্বরা ১৮ টি ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা নিতে পারতেন।এবার সেই অগ্রাধিকার তালিকায় যোগ হয়েছে চারটি নতুন ক্যাটাগরি।

যেসব ক্যাটাগরিতে নিবন্ধন করা যাবেঃ

১. নাগরিক নিবন্ধন (৩৫ বছর ও তদুর্ধ)
২. সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী।
৩. অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী।
৪. প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা-কর্মচারী।
৫. বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা।
৬. সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৭. সামরিক বাহিনী।
৮. বেসামরিক বাহিনী।
৯. রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়।
১০. শিক্ষা প্রতিষ্ঠান।
১১. সম্মুখ সারির গণমাধ্যমকর্মী।
১২. নির্বাচিত জনপ্রতিনিধি।
১৩. সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারির কর্মকর্তা-কর্মচারী।
১৪. ধর্মীয় প্রতিনিধিগন (সকল ধর্মের)।
১৫. মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি।
১৬. জরুরি বিদ্যুৎ, পানি,গ্যাস,পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিসের সম্মুখ সারির সরকারি কর্মকর্তা-কর্মচারী।
১৭. রেল স্টেশন, বিমান বন্দর, স্থল বন্দর ও নৌ বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী।
১৮. জেলা ও উপজেলাসমূহে জরুরী জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী।
১৯. ব্যাংক কর্মকর্তা-কর্মচারী।
২০. প্রবাসী অদক্ষ শ্রমিক।
২১. জাতীয় দলের খেলোয়াড়।
২২. চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র ছাত্রী।
২৩. বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের ছাত্র ছাত্রী।
২৪. বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মী।

 

নিউজরুম বিডি২৪ 

 

   
%d bloggers like this: