মেসির যত অর্জন, কোপা আমেরিকা। – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১

মেসির যত অর্জন, কোপা আমেরিকা।

কলাম লেখক ঃ সৈয়দ মিজানুর রহমান।
জুলাই ৬, ২০২১ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (৭ জুলাই) সকাল সাতটায় কোপার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা কলিম্বিয়া।

 

এবারের কোপায় আর্জেন্টিনার ১০ গোল এর মধ্যে মেসির সরাসরি অবদান ৮ গোলেই। টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা অবস্থানটা তিনি।

শিরোপা জয়ের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন সেই লক্ষ্যে ৭জুলাই সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছেন মেসিরা। সনি সিক্স সরাসরি সম্প্রচার করবে খেলাটি।

তবে এবারের কোপায় মেসি যেভাবে খেলছেন এমন সর্বগ্রাসী ক্ষুধায় বহুদিন তাকে দেখেনি আর্জেন্টাইন ভক্তরা। শিরোপা ছিনিয়ে নিতে  আর দুটি শক্ত বাধা রয়েছে।

 

 

ফ্রি কিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫৭গোলের রেকর্ড পেছনে ফেলে মেসির গোল এখন ৫৮টি, সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্পর্শ করার হাতছানি। ল্যাটিন দের মধ্যে সর্বোচ্চ ৭৭আন্তর্জাতিক গোল পেলের ঝুড়িতে ছিল। মেসি লক্ষ্যভেদ করেছেন ৭৬টি, কলম্বিয়ার বিপক্ষে কি ছুঁয়ে ফেলতে পারে ছাড়িয়ে ফেলতে পারে পেলেকে? সেটাই অপেক্ষা।

বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা কলিম্বিয়া।

এর আগে দুই পক্ষের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে ২৩ ম্যাচ। হারে ৯টি এবং ৮টি ড্র হয়। দুই পক্ষের সবশেষ দেখা হয়েছিল ২০২১ সালে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটি ড্র হয়।

কলিম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ১৯৪৫ সালে দুই পক্ষের প্রথম ম্যাচে। যাতে ৯-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। ম্যাচটি ছিল কোপা আমেরিকার ম্যাচ।

কোপায় এ পর্যন্ত ৫ ম্যাচে কোনটিতেই হারেনি মেসিরা। অন্যদিকে দুটি পরাজয় আছে কলোম্বিয়ার।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
মার্টিনেজ, আকুনা, রোমেরো, ওটামেন্ডি, মোলিনা, ডি পল,প্যারাদেস, চেলসো, মেসি, লাউতারো, ডি মারিয়া।

 

নিউজরুম বিডি২৪।