রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে লিওনেল মেসি। – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১

রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে লিওনেল মেসি।

নিউজরুম বিডি২৪
জুলাই ৬, ২০২১ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে লিওনেল মেসি।

 

এবারের ব্যালন ডি খ্যাত লিওনেল মেসি রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে। আরেকটি মাত্র গোল করলেই কিংবদন্তি ফুটবলার পেলের পাশে এসে বসবেন তিনি।

এবার কোপা আমেরিকায় যেমনি গোল করছেন নিজে, তেমনি করাচ্ছেন সতীর্থদের দিয়ে। আর একটি মাত্র লক্ষ্যভেদ করলেই লাতিন আমেরিকান ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসাবে মেসি।

 

 

আর্জেন্টিনার জার্সিতে কখনও শিরোপা জেতা হয়নি মেসির। টানা তিনবার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিয়েছিলেন। এবার তার স্বপ্ন পূরণের সম্ভাবনা হাতছানি দিচ্ছে। ল্যাটিন আমেরিকার ফুটবলারদের সর্বোচ্চ গোলের তালিকায় আছে পেলে।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলের ঝুড়িতে আছে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল, আর মেসির ঝুড়িতে ১৪৯ ম্যাচ খেলে ৭৬ গোল।

 

 

মেসির পড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১০৯ ম্যাচ খেলে ৬৮ গোল। রেকর্ড মাস্টার মেসির রয়েছে আরেকটি রেকর্ড ও, ফ্রিকিক মাস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙ্গে ফ্রি কিকে সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টাইন ফরোয়ার্ডার লিওনেল মেসি।

আগামীকাল ৭ জুলাই সকালে মেসিকে দেখা যাবে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে আমরা ততক্ষণ থাকি রেকর্ড ভাঙার অপেক্ষায়।

 

নিউজরুম বিডি২৪.

   
%d bloggers like this: