আজকের করোনা আপডেট
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কঠোর লকডাউন এর ষষ্ঠ দিন আজ। লকডাউন এর মাঝেও বেড়েই চলেছে করোনার প্রাদুর্ভাব। এরই মাঝে দেখা দিয়েছে অক্সিজেন সংকটের আশঙ্কা।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু ১৬৩ জন।মৃতদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৬৫ জন নারী।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬,৬৩১ টি।
আক্রান্ত শনাক্ত ১১হাজার ৫২৫ জন।
২৪ ঘন্টার বিবেচনায় সর্বোচ্চ শনাক্ত।
শনাক্তের হার ৩১. ৪৬ %
মোট আক্রান্ত ৯লাখ ৬৬ হাজার ৪০৬ জন
মোট মৃত্যু ১৫ হাজার ৩৯২ জন।
মৃত্যুর হার ১.৫৯%
নতুন ৫৪৩৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪হাজার ৫১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.৩৯%
নিউজরুম বিডি২৪