টিকটক হৃদয় বাবুর সহযোগী গ্রেপ্তার।
পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে টিকটক হৃদয়ের সহযোগী হিরো অনিক সহ ৮ জন। পুলিশ জানায় হিরো অনিক ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
দীর্ঘদিন যাবৎ টিকটকের আড়ালে টিকটক মিউজিক সাথে যারা জড়িত তাদেরকে মাদক সরবরাহ করতো।
RAB কমান্ডার খন্দকার আল মঈন জানায়, হিরো অনিক ও তাঁর সহযোগীরা এই লকডাউন চলাকালে বাসায় বাসায় ইয়াবা সরবরাহ করতো।
২০১৬ সালের আরিফ হত্যাকান্ডের মাধ্যমে সামনে আসে হিরো অনিক। হাতিরঝিল এলাকায় টিকটক করতে আসা টিকটকারদের বিভিন্নভাবে হয়রানি করতো এবং তাদের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই এবং ব্ল্যাকমেইল করত।
দীর্ঘদিন যাবৎ পুলিশ তাদের গ্রেপ্তার এর প্রচেষ্টায় ছিল। আজ দুপুরে হাতির ঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হিরো অনিক রাজধানীর মগবাজার, হাতিরঝিল ও আশপাশের বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সিন্ডিকেটের মূলহোতা। তার নামে নয়টি মামলা রয়েছে।
তার একটি গ্রুপ রয়েছে, যেখানে ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছেন। হিরো অনিকের সহযোগীদের কারও কোনও পেশা নেই। তারা হিরো অনিকের নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন।
শহিদুল ওরফে অ্যাম্পুলের নামে মাদক ও চুরির ছয়টি মামলা, আবিরে বিরুদ্ধে দুটি মামলা, সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু অপহরণ, মাদক ও ডাকাতির তিনটি মামলা, এবং হিরার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে আঘাত ও চুরির একটি মামলা রয়েছে।
নিউজরুম বিডি২৪