রাজশাহী মেডিকেলে একদিনের মৃত্যু রেকর্ড ১৮ জন।
রাজশাহী মেডিকেল কলেজে করোনা ইউনিটে রোববার থেকে সোমবার ১ দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন মৃতদের মধ্যে ৫ জনের করানোর সনাক্ত হয়েছিল বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, এবং একজন চিকিৎসা নেয়ার পর করোনা নেগেটিভ হয়েছিল। মৃতের মধ্যে ১২ জন পুরুষ ৬ জন নারী।
হাসপাতালটিতে গত ৫ দিনে ৮২ জনের মৃত্যু হল। এবং গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে ৬৯ জন ভর্তি হয়েছে ।
উল্লেখ্য, গত বছরের প্রথম দিকে উহান করোনার প্রভাব টা বাংলাদেশের তেমন একটা বিস্তার লাভ করে নি।
বর্তমানে করোনার ভারতীয় ভেরিয়েন্ট যা কিনা অন্য যেকোনো ভেরিয়েন্ট থেকে ৮০ থেকে ১০০ গুণ বেশি সংক্রমিত করছে।
নিউজরুম বিডি২৪.