বৃষ্টির কান্না _ সৈয়দ মিজানুর রহমান। – Newsroom bd24.
ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১

বৃষ্টির কান্না _ সৈয়দ মিজানুর রহমান।

নিউজরুম বিডি২৪
জুলাই ৪, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বৃষ্টির কান্না 

আমার কাছে বৃষ্টি আছে
হরেক রকম বৃষ্টি।

কখনো মেঘের ডাকে ঝুম ঝুম
কখনো রোদ ছায়ায় ঝিরঝির
কখনো বা
বর্ষার অবিরাম ধারা
কোনটা নেবে? তুমি।

তুমি চাইলে
রংধনুর সাতটি রঙে
রাঙ্গিয়ে দিতে পারি তোমার হৃদয় কুঞ্জ ।

কি ভয় হচ্ছে? নাহ ভয় নেই।
আমার বৃষ্টি তোমার চোখের কোনে নয়।
মধ্যিখানে, হৃদয়ের মধ্যিখানে।
আচ্ছা এমন মনে হয় কেন?
বলতে পারো?

বৃষ্টির রিমঝিম শব্দ টা
নুপুর হয়ে কেন বাজে?
আমার প্রাণে।

দু চোখ বন্ধ করে, তোমার অস্তিত্ব অনুভবে আমি তোমাতেই
তখনই।

হঠাৎ বজ্রপাত
আমার বুকের ভেতরটা
দুমড়ে-মুচড়ে বিদ্যুতের ঝলকানি তে হয়ে যায় স্থবির।

চারিদিকে সুনসান নীরবতা
হঠাৎ এই বৃষ্টির ফেরিওয়ালা আমি অনুভব করি,
আমার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া দু ফোটা বৃষ্টি।

তুমি বোঝো?

বোঝো কি?

 

নিউজরুম বিডি২৪.