আরো এক সপ্তাহ বাড়তে পারে লকডাউন। – Newsroom bd24.
ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১

আরো এক সপ্তাহ বাড়তে পারে লকডাউন।

নিউজরুম বিডি২৪
জুলাই ৪, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

আরো এক সপ্তাহ বাড়তে পারে লকডাউন।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে কঠোর বিধিনিষেধের সময় আরো এক সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি।

সংক্রমণ নিয়ন্ত্রণে আরো এক সপ্তাহ লকডাউন নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল।

তিনি বলেন, সংক্রমণ কমাতে আরো ১ সপ্তাহ লকডাউন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, তবে এখনো কোনো বৈঠক হয়নি।

তিনি মনে করেন লকডাউনে যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায় তবে আরো এক সপ্তাহ লকডাউন দেয়া উচিত।

করোনা নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে চলছে কঠোর লকডাউন। তদুপরি সংক্রমণের হার ও মৃত্যুর হার বেড়েই চলছে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে ৮৬৬১জন। এ অবস্থায় সংক্রমনের লাগাম টেনে ধরতে না পারলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হবে।

বিজ্ঞানসম্মতভাবে করণা নিয়ন্ত্রণ করতে চাইলে মিনিমাম ১৪ দিনের জন্য সবকিছু বন্ধ করে দেয়া উচিত।

আমরা মনে করছি সেটাই প্রয়োজন। লকডাউন এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সবাইকে মাস্ক পড়ার পাশাপাশি অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে হবে।

 

নিউজরুম বিডি২৪.

 

   
%d bloggers like this: