মর্ডানার ১৩ লাখ ও সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এখন ঢাকায়। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ৩ জুলাই ২০২১

মর্ডানার ১৩ লাখ ও সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এখন ঢাকায়।

নিউজরুম বিডি২৪
জুলাই ৩, ২০২১ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মর্ডানার ১৩ লাখ ও সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এখন ঢাকায়।

কোভাক্সএর আওতায় যুক্তরাষ্ট্র থেকে মর্ডানার ১৩ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার আসবে আরো ১২লাখ টিকা।

বাংলাদেশকে টিকা উপহার দেয়ায় যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ প্রদান করেছেন স্বাস্থ্যমন্ত্রী।করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত।

চীন থেকে সিনোফার্মের ১১ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে।শনিবার আসবে আরো ৯ লাখ টিকা।

সব মিলিয়ে শুক্র ও শনিবার মোট ৪৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ।

করোনার শুরুতে বাংলাদেশে অক্সফোর্ডের অস্টোজেন টিকা আনে এবং পরবর্তীতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে ৩ লাখ ৪০ হাজার টিকার চুক্তি হয়।

ভারত ৭০ লাখ টিকা দেয়ার পরে আর কোন টিকা দিতে পারেনি সরকারি নিষেধাজ্ঞার কারণে। এছাড়া ভারত সরকার ৩৩ লাখ টাকা পাঠায় উপহারস্বরূপ। এবং আগামী মাসের মধ্যে রাশিয়ার তৈরি করোনার টিকা পুৎনিক-ভির ৪০ লাখ আসার কথা।

৭ ই ফেব্রুয়ারি গণ টিকা কার্যক্রম শুরু হওয়ার পর প্রতি মাসে বাংলাদেশে ৫০ লক্ষ টিকা আসার কথা থাকলেও সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে টিকা সংকটে পড়ে বিশ্ব।

তাই, ২৬ এপ্রিল এ গণশিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।বর্তমানে টিকা পাওয়ায় পুনরায় ১ জুলাই থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে প্রায় ১ হাজার এর বেশি কেন্দ্রে চলছে এই টিকা প্রদান কার্যক্রম।

নিউজরুম বিডি২৪.

 

   
%d bloggers like this: