ছায়ামুখ
সে আছে , …সে নেই
তবুও তার চোখের নিচে
এ চোখের নিত্য চরাচর ,
তবে কেন বুকের ভিতর
দাঁড়িয়ে থাকে ছায়ার মতন ।
সে আমাকে চিনেনা যেমন
আমিও ঠিক তেমন তাকে…
আমরা কেউ কারো নই ,
তবু চোখের দৃষ্টি লুকিয়ে রাখি
তার নেমে আসা ছায়ার আড়ালে ।
সে আমায় দেখেনি কোনো কালে ,
আমি তাকে দেখেছি শুধু
হিসেব রাখিনি মনে ।
আমি কী তাকে চিনেছি ,
জেনেছি বহুকাল ধরে?
দুয়ার রাখিনি খুলে
সে আমার প্রেম নয় ,
ভালোবেসেছি অপ্রেমেরে।
বৃক্ষের বুক চিরে যেমন করে
বেরিয়ে আসে নবকিশলয়
ভোরের আলোয় ফোটে কুসুম ,
তেমনি তার ছায়ামুখে
দেখি উদ্ভাসিত শ্যামল সঞ্চার।
সেকি তবে প্রেম ?
না অপ্রেম?
সমস্ত অন্তরাল ভেঙে
তার ছায়ার পাশে প্রণত হই
নক্ষত্র নতজানু চোখের নিচে
প্রেম-অপ্রেম ভেসে যায়,
জোছনার জোয়ারে।
নিউজরুম বিডি২৪.