ভ্রাম্যমান লাইব্রেরীর সাংস্কৃতিক প্রতিযোগিতা।
“বিশ্বসাহিত্য কেন্দ্র ” ১৯৯৯ সালে থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রথমে চালু হয় দেশের চারটি বড় শহরে- ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে। বর্তমানে দেশের ৬৪টি জেলার প্রায় ৩০০টি উপজেলায় ৩২০০টি স্পট/এলাকায় ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট দ্বারা পাঠকদের দোরগোড়ায় উন্নত ও ভালো মানের গ্রন্থ পাঠ এবং বহুমুখী সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবিধা প্রদান করা হচ্ছে। এই করোনা ভাইরাসের মহামারি ও লকডাউনের সময়ও ভ্রাম্যমাণ লাইব্রেরির বিশেষ ব্যবস্থায় কার্যক্রম অব্যাহত রেখেছে।
“আলোকিত মানুষ চাই “এই স্লোগানকে মাথায় রেখেই চলছে সময় উপযোগী নানা কার্যক্রম। যেমন, আলোর স্কুল, আলোর পাঠশালা, শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তুলতে করছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায়
এই করোনা কালীন সময়ে গৃহবন্দি শিশু-কিশোরদের মনোবিকাশে “ভ্রাম্যমান লাইব্রেরী সাংস্কৃতিক সংঘ” আয়োজন করতে যাচ্ছে এক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা। জুলাই মাস ব্যাপী এই বিষয় ভিত্তক প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত।