বিয়ে করে জরিমানা গুনতে হলো বর কে।
লকডাউন অমান্য করে বিয়ে করে জরিমানা গুনতে হলো বর কে। আজ শুক্রবার (২ রা জুন) সিলেটে লকডাউন অমান্য করে বিয়ে করে বাড়ি ফেরার পথে গাড়ি আটকায় পুলিশ। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।
জানা গেছে, বিয়ে করে নববধূকে নিয়ে নগরের ছাড়ার পাড় এলাকায় বাড়ি যাচ্ছিলেন বর। ওই গাড়িতে বর-কনে ছাড়াও আরও ৯ জন সদস্য ছিলেন।
গাড়িটি নগরের হুমায়ুন রশীদ চত্বর আসামাত্র চেকপোষ্টে আটকায় ট্রাফিক পুলিশ সদস্যরা।
লকডাউন এর মাঝে কোন আনুষ্ঠিকতার নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিয়ে তে অংশগ্রহণ করার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। তাই ভ্রাম্যমান আদালতকে খবর দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামনে এসে ১০ হাজার টাকা জরিমানা করেন।
মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, কঠোর লকডাউন অমান্য করে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহনের কারনে তাদের জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া নিজে এসে তাদের জরিমানা করেন।
নিউজরুম বিডি২৪.