চিত্রা নদীর পাড় ঘেঁষে তৈরি হচ্ছে নয়নাভিরাম ওয়াকওয়ে – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ২ জুলাই ২০২১

চিত্রা নদীর পাড় ঘেঁষে তৈরি হচ্ছে নয়নাভিরাম ওয়াকওয়ে

মোঃ ইমদাদুল হক। (ডেস্ক রিপোর্টার )
জুলাই ২, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নরাইল এক্সপ্রেস, মাশরাফী বিন মুর্তজা তার ব্যাক্তিগত উদ্যোগ ও অর্থায়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইল পৌরবাসীর সারাজীবনের চাওয়া, শহরের ড্রেনেজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা এবং চিত্রা নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে নির্মান করতে যাচ্ছে।

প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার জন্য ২৯ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের পরিকল্পনা সার্ভে ও নকশা তৈরীর যে উদ্যোগ নিয়েছিল তা আজ বাস্তবে রুপ নিয়েছে।

গতকাল শনিবার (১২ জুন) ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ফাঊন্ডেশনের নিয়োগকৃত দেশের স্বনামধন্য নগর পরিকল্পনাবিদদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ফার্ম প্লান্টেড কনসালটেশন এই প্রকল্প তিনটির চূড়ান্ত নকশা ও পরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় জেলা প্রশাসক,পৌর মেয়র, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর,সাংবাদিক বৃন্দ সহ সরকারি সব ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাশরাফী বিন মুর্তজা টেলিফোনে যুক্ত হোন, তিনি এটা বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগীতা চেয়েছেন।

   
%d bloggers like this: