বিলাসবহুল গাড়ির উৎস জানালেন পরিমনি। – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১

বিলাসবহুল গাড়ির উৎস জানালেন পরিমনি।

তাসকিয়া তাবাস্সুম। (নিজস্ব প্রতিবেদক)
জুলাই ১, ২০২১ ১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিলাসবহুল গাড়ির উৎস জানালেন পরীমনি ।

অবশেষে মুখ খুললেন পরীমনি,
জানালেন তার বিলাসবহুল গাড়ির উৎস, তিনি জানান তাঁর এই গাড়ি ব্যাংকের লোনের টাকায় কেনা এবং তার ঢাকায় কোন বাড়ি নেই । থাকছেন ভাড়া ফ্ল্যাটে। অনেকেই পরিমনির ঘন ঘন বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রশ্ন তুলেছেন তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে। সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানে জ্যেষ্ঠ অভিনেত্রী অরুনা বিশ্বাস ও এ নিয়ে প্রশ্ন তুলেন।

তিনি বলেন দুদক ও সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন তুলছেন না কেন?

তাই এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমনি। পরীমনি বলেন আমার একটিমাত্র হ্যারিয়ার গাড়ি, গাড়িটির এখনো ব্যাংক লোন চলছে। আর আমার তিন চার পাঁচটি বাড়ি নেই, আমি থাকি ভাড়া ফ্ল্যাটে, এ তথ্য সরকারের কাছে দেয়া আছে কারন আমি একজন নিয়মিত করদাতা।

তবে দোয়া করবেন আপনাদের মুখের কথা যেন ফলপ্রসূ হয়। উল্লেখ্য, গত ১৩ জুন পরীমনি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে বোট ক্লাব ঘটনার পোষ্ট দেয়ার পর থেকেই আলোচনা-সমালোচনার মাঝেই আছেন।

সামাজিক মাধ্যমেও এ নিয়ে তোপের মুখে পড়েন তিনি। তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও সমালোচনা করতে ছাড়েননি সমালোচকরা।

   
%d bloggers like this: