করোনা'র করুণা – Newsroom bd24.
ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১

করোনা’র করুণা

মামুন অর রশিদ
জুন ৩০, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

একটি কবিতা লেখা হবে,

পরিচিত কিছু শব্দ প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে আমাকে…. কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন শব্দগুলো খুব একঘেয়েমি লাগছে।

আমরা মানুষ, আমাদের আবাসস্থল পৃথিবীর সাথে কি যাচ্ছে তাই ব্যবহারটা না করেছি, পৃথিবীর সইতে না পেরে ত্যক্ত বিরক্ত হয়ে তার ইমিউন সিস্টেমকে চালু করে দিয়েছে।
আমরা এখন ঘরবন্দী, পৃথিবী হাসছে, ঠিক তিন দিন আগেই ছিল পূর্ণিমা, পূর্ণিমায় এমন স্বচ্ছ আকাশ জন্মলগ্ন থেকে আমি দেখিনি। প্রকৃতি নিজেকে রক্ষা করতে শিখে গেছে, গাছের পাতাগুলো হাওয়ায় দোল খেয়ে পাখিদের সাথে খেলায় মত্ত। শুনেছি কক্সবাজার সমুদ্র সৈকতেও খেলা করছে ডলফিন।
আর আমরা…..

দীর্ঘমেয়াদী লকডাউনে, অর্থনীতির চাকা গেছে থমকে, নিম্নআয়ের মানুষগুলোর হাহকারে ভারী হয়ে উঠছে পরিবেশ। কোন এক অজানা আশঙ্কায় মানুষ ঘরবন্দী, আর সমাজের কিছু মানুষরূপী রাক্ষসরা লুটে নিচ্ছে ক্ষুধার্তের অন্য, নরপিচাশ এর লালসার শিকার ক্ষুধার্ত শিশু।।।
কবে আসবে আমাদের পরিত্রান?

মানুষ যেদিন মানুষ মারার জন্য বুলেট বানাবে না, মানুষ যেদিন মানুষকে ভালোবাসতে শিখবে, উন্নয়নের নামে নষ্ট হতে দিবেনা প্রকৃতিকে।
সেদিনই এই “পৃথিবী” মানুষকে ফিরিয়ে দেবে নিজেকে মানুষের আবাসস্থল হিসেবে।
আমরা কি চাই না একটি সুস্থ সুন্দর পৃথিবী হোক আমাদের আবাসস্থল.. .