ব্যাংক হলিডে, পুঁজিবাজার বন্ধ। – Newsroom bd24.
ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১

ব্যাংক হলিডে, পুঁজিবাজার বন্ধ।

নিউজরুম বিডি২৪
জুন ৩০, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংক হলিডে, পুঁজিবাজার বন্ধ।
কঠোর বিধিনিষেধের মাঝে নতুন সময়সূচিতে ব্যাংক খোলা থাকছে তাই খোলা থাকছে পুঁজিবাজারও। তবে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংক হলিডে বন্ধ থাকছে ব্যাংকের লেনদেন।
আগামীকাল ১ জুলাই,”ব্যাংক হলিডে” যে কারণে বন্ধ থাকছে সকল ব্যাংক এবং বন্ধ থাকছে পুঁজিবাজার। তবে আগামী ৪ জুলাই রবিবার থেকে আগের নিয়মেই পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
তথ্যসূত্রঃ ডিএস ই ও সিএস ই।

   
%d bloggers like this: