কোয়ার্টার ফাইনালে উঠে এলো ইউক্রেন। আগে দুবার ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো, সুইডেনকে ২-১ গোলে হারিয়ে দিলো ইউক্রেন।
শুরুতে স্কটল্যান্ডের গ্লাসগো মাঠে ভালোই খেলছিল সুইডেন। তবে ম্যাচের ২৭ মিনিটে সুইডেনকে অবাক করে ম্যাচের লিড নেয় ইউক্রেন। ইয়ারমোলেস্কোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান আলেকজান্ডার জিনচেনকো, অবশ্য, গোল সমতায় ফিরতে বেশি কষ্ট করতে হয়নি সুইডেনকে। ৪৩ মিনিটের মাথায় আলেকজান্ডার ইরাকের পাস থেকে গোল করে সমতায় ফেরান এমিল ফোরসবার্গ।
দ্বিতীয়ার্ধে ইউক্রেনের একটি সুইডেনের দুইটি শর্ট গোলপোস্টে লেগে ফিরে আসে। নির্ধারিত সময় আর কোনো গোল না হয় ম্যাচ গলায় ইনজুরিতে। ৯৯ মিনিটের মাথায় মার্কস ডেনিলসন এর লালকার্ডের ধাক্কায় সুইডেন পরিণত হয় ১০ জনের দলে। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের অতিরিক্ত সময় ১২১ মিনিটে, জিনচেকোর আরেকটি দুর্দান্ত ক্রস থেকে আর্তেম ডভবিগের হেডে ইউক্রেন এগিয়ে যায়।
প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতিহাস রচনা করে ইউক্রেন।
আগামী শনিবার শেষ চারের লড়াই, ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইউক্রেন।