কেমন হতে যাচ্ছে "কঠোর লকডাউন"। – Newsroom bd24.
ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১

কেমন হতে যাচ্ছে “কঠোর লকডাউন”।

নিউজরুম বিডি২৪
জুন ৩০, ২০২১ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আসছে কঠোর বিধিনিষেধ এ ১ জুলাই থেকে কঠোর অবস্থানে থাকবে সরকার। গার্মেন্টস খোলা না খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে কাল।জানিয়েছেন মন্ত্রিপরিষদ। এসময় দরিদ্রদের খাদ্য সহায়তায় বিশেষ ব্যবস্থা থাকছে বলেও জানিয়েছেন সচিব।

মন্ত্রিপরিষদ সভায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১ জুলাই থেকে শুরু হওয়া বিধি-নিষেধ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়।
সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

১তারিখ সকাল থেকে ৭ তারিখ রাত ১২ঃ00 পর্যন্ত আর্মি, বিজিবি , পুলিশ টহলে থাকবে এবং তাদেরকে লকডাউন সফল করতে যতদূর সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবার কঠোর বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। তাই থাকছেনা কোনো মুভমেন্ট পাস।

কঠোর বিধি-নিষেধ এর সময় দরিদ্র জনগোষ্ঠীর কথা মাথায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরই মধ্যে ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।

   
%d bloggers like this: