করোনা আপডেট – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১

করোনা আপডেট

নিউজরুম বিডি২৪
জুন ২৯, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

করোনা আপডেট :
দেশে করোনায় :একদিনে আরো ১১২ জনের প্রাণহানি।
মোট প্রাণহানি ১৪ হাজার ৩৮৮ জনের। নতুন ৩১হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষায়, ৭ হাজার ৬৬৬ জন শনাক্ত। মোট আক্রান্ত ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। শনাক্তের হার ২৩.৯৭শতাংশ :স্বাস্থ্য অধিদপ্তর.
সারাদেশব্যপী করোনায় :করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ২৫ জন, খুলনায় ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, চুয়াডাঙ্গায় ৯ জন, সাতক্ষীরায় ৪ জন,মেহেরপুরে ২ জন এবং ঝিনাইদহে ১ জনের মৃত্যু।

বিশ্বে করোনায় : এ পর্যন্ত প্রাণহানি ৩৯ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১৮ কোটি ২১ লাখের বেশি। সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৭ লাখ এর বেশি মানুষ।

   
%d bloggers like this: